ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলা
- শেখ শামীম আহমেদ, পরিচালক, শহীদ ক্যাডেট একাডেমি (উত্তরা), ঢাকা। ফোন : ০১৯১৩৩৬৬৭৫৫, ০১৭১৪-৩৫৯৬৯২
- ২৭ ডিসেম্বর ২০২২, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা’ বিষয় থেকে ১১টি প্রশ্নের উত্তর দাও নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : সঠিক উত্তরটি লিখ।
১। “মা শিশুকে চাঁদ দেখাচ্ছে”- এই বাক্যে ‘দেখাচ্ছে’ কোন পদ?
ক. প্রয়োজক খ. অসমাপিকা
গ. সমাপিকা
উত্তর : ক. প্রয়োজক।
২। “সভয়ে লোকটি বলল বাঘ আসছে”- এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?
ক. বিশেষণের বিশেষণ খ. ক্রিয়া বিশেষণ গ. বিধেয় বিশেষণ
উত্তর : খ. ক্রিয়া বিশেষণ।
৩। “এ এক বিরাট সত্য”- এখানে ‘সত্য’ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষণ খ. বিশেষ্য গ. অব্যয়
উত্তর : খ. বিশেষ্য।
৪। “তাজা মাছ”- এই বাক্যটিতে ‘তাজা’ কোন ধরনের বিশেষণ?
ক. গুণবাচক খ. রূপবাচক গ.অবস্থাবাচক
উত্তর : গ. অবস্থাবাচক।
৫। “সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে”- এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য পদ খ. বিশেষণ পদ
গ. সর্বনাম পদ
উত্তর : ক. বিশেষ্য পদ।
প্রশ্ন : নিম্নলিখিত শব্দগুলোর পদ নির্ণয় করো।
শীতল, বায়ু, আমাদের, শরীর, জুড়ায়, এবং, চন্দ্র-সূর্য, আমাদিগকে, আলো, দান করে
উত্তর : শীতল (বিশেষণ)
বায়ু (বিশেষ্য)
আমাদের (সর্বনাম)
শরীর (বিশেষ্য)
জুড়ায়(ক্রিয়া)
এবং (অব্যয়)
চন্দ্র-সূর্য (বিশেষ্য)
আমাদিগকে (সর্বনাম)
আলো (বিশেষ্য)
দান করে (ক্রিয়া)
প্রশ্ন : সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।
ক। “নিশীথ রাতে বাজছে বাঁশি”- এখানে ‘নিশীথ’ শব্দটি কোন পদের উদাহরণ?
উত্তর : বিশেষ্য।
খ। “চারটা বাজলে স্কুল ছুটি হবে”- এই বাক্যে ‘বাজলে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর : অসমাপিকা ক্রিয়া।
গ। “ছেলেটি ভেউ-ভেউ করে কাঁদছে”- এখানে ‘ভেউ-ভেউ’ কোন জাতীয় অব্যয়?
উত্তর : অনুকার অব্যয়।
ঘ। “ডাবের মতো চাঁদ উঠেছে ঠাণ্ডা ও গোলগাল”- এখানে ‘ঠাণ্ডা’ কোন বিশেষণ?
উত্তর : গুণবাচক বিশেষণ।
ঙ। “চাঁদ উঠলে আঁধার দূরীভূত হয়”- এখানে ‘উঠলে’ কোন ক্রিয়াপদ?
উত্তর : অসমাপিকা ক্রিয়া।